জেলার খবর
Trending

তিলপাড়া জলাধার প্রকল্পের সিজিএম সড়ক দুর্ঘটনায় আহত

তিলপাড়া জলাধার প্রকল্পের সিজিএম সড়ক দুর্ঘটনায় আহত

সিউড়ি, সজল সেখ : সিউড়ি তিলপাড়া ব্যারেজে সংস্কারের দায়িত্বপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজারের গাড়ি দুর্ঘটনার কবলে। কলকাতা থেকে তিলপাড়া আসার পথে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর সদাইপুর থানার অন্তর্গত মুড়ো মাঠ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি সরকারি গাড়ি। গাড়িতে ছিলেন ম্যাকিনটস বার্ন লিমিটেডের চিফ জেনারেল ম্যানেজার শুভঙ্কর ঘোষাল।
তিলপাড়া জলাধার সংস্কারের দায়িত্ব ওই সংস্থাকে দেওয়ার পর থেকেই তিনি তিলপাড়া ব্যারেজের কাজের তদারকি করছিলেন এদিন সিউড়িতে আসছিলেন। আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।

অন্য গাড়িকে বাঁচাতে গিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে।দুর্ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, আঘাত গুরুতর নয়। তিনি সুস্থ রয়েছেন, তবে বেশ কিছু চোট লেগেছে তার শরীরে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button