জেলার খবর
Trending

তিলপাড়া ব্যারাজ পরিদর্শনে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মন্ডল

সিউড়ি, আমার খবর : জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ তিলপাড়া ব্যারাজের অবস্থা পরিদর্শনে আজ সিউড়িতে এলেন এসআরডিএর (SRDA)–র চেয়ারম্যান অনুব্রত মন্ডল। ব্যারাজ এলাকা ঘুরে দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়।

ব্যারাজের বেহাল দশা ও সম্ভাব্য বিপদের আশঙ্কায় দুই প্রশাসনিক কর্তার মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, ব্যারাজের সংস্কারের কাজ দ্রুত শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অনুব্রত মন্ডল জানান, “এই ব্যারাজের উপর দিয়ে জেলার সবচেয়ে ব্যস্ত সড়ক চলে গেছে। মানুষের জীবন ও চলাচলের স্বার্থে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি, খুব শিগগিরই কাজ শুরু হবে।”

জেলাশাসক বিধান রায়ও একই বার্তা দেন। তিনি বলেন, “তিলপাড়া ব্যারাজ শুধু বীরভূম নয়, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান পথ। ব্যারাজের সমস্যা দীর্ঘমেয়াদে রাখলে তা জেলা তথা রাজ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা দ্রুত সংস্কারের কাজ শুরু করব।”

প্রসঙ্গত, সম্প্রতি তিলপাড়া ব্যারাজের একাধিক জায়গায় ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারী যান চলাচলে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সাইকেল ও দুই চাকার যানবাহন ছাড়া অন্য সব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

জেলা প্রশাসনের আশ্বাস অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই ব্যারাজের সংস্কার কাজ শুরু হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলবে দ্রুতগতিতে। সাধারণ মানুষ ও যাতায়াতকারী বহু পেশার মানুষ তাই এই উদ্যোগে স্বস্তি পাচ্ছেন।

বিস্তারিত খবর ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button