জেলার খবর
Trending
তিলপাড়া ব্যারাজ সংস্কারে যুদ্ধকালীন তৎপরতা
তিলপাড়া ব্যারাজ সংস্কারে যুদ্ধকালীন তৎপরতা
সিউড়ি, আমার খবর : রবিবার ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারাজ পরিদর্শনে আসছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডিরেক্টর। তার আগে শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে সংস্কারের কাজ। কলকাতার ম্যাকিন্টোস বার্ন সংস্থা এই মেরামতের দায়িত্ব নিয়েছে।

সেচ দপ্তরের সূত্রে জানা গেছে, ব্যারাজের দুই প্রান্তের ক্ষতিগ্রস্ত অংশ ধাপে ধাপে মেরামত করা হবে। ইতিমধ্যেই বোল্ডার ব্লক তৈরির কাজ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ডাউনস্ট্রিম বেডে বসানো হবে। আপাতত ব্যারাজের মাঝের সাতটি লকগেট দিয়ে জল ছাড়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চলুন কি বললেন আধিকারিকেরা শুনে নি।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।