
সিউড়ি, বীরভূম: সকাল থেকেই তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের পিলারে ফাটল দেখা যাওয়ার পর সন্ধ্যার দিকে ব্রিজের একাধিক অংশেও ফাটল ছড়িয়ে পড়ে। বিষয়টি ঘিরে জেলাজুড়ে চরম আতঙ্কের পরিবেশ।

জেলা প্রশাসনের তরফে জরুরি পদক্ষেপ হিসেবে ভারী যান চলাচাল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসগুলিকেও যাত্রী নামিয়ে তবেই ব্রিজ পারাপারের নির্দেশ জারি হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলা শাসক বিধান রায়, সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চলছে।
