“তিলপাড়া ব্যারেজ খোলার কাজ দ্রুত শেষ হবে, আশ্বাস দিলেন জেলাশাসক”
“তিলপাড়া ব্যারেজ খোলার কাজ দ্রুত শেষ হবে, আশ্বাস দিলেন জেলাশাসক”

সিউড়ি, সজল সেখ : পুজোর আগে খুলে দেওয়া হবে কি তিলপাড়া ব্যারেজ? এই প্রশ্ন এখন জেলার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। কারণ, বহুদিন ধরেই বন্ধ রয়েছে সিউড়ির তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল। ফলে বীরভূম জেলার পাশাপাশি আশেপাশের জেলার মানুষকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
আগেই জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দুর্গাপুজোর মধ্যেই ব্যারেজ মেরামতির কাজ শেষ করে যান চলাচল শুরু করা হবে। সেই আশ্বাস বাস্তবায়িত হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই তিলপাড়া ব্যারেজে পৌঁছে যান বীরভূমের জেলাশাসক বিধান রায়। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক।

অধিকর্তাদের সঙ্গে কথা বলে জেলাশাসক পুরো কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এদিন তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে এবং পুজোর আগেই ব্যারেজ যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে আশাবাদী তিনি।
তিলপাড়া ব্যারেজ জেলার জন্য এক গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। ব্যারেজ বন্ধ থাকার কারণে বহু মানুষকে দীর্ঘপথ ঘুরে আসা-যাওয়া করতে হচ্ছে। বাড়তি খরচ, সময় ও অসুবিধার কারণে সাধারণ মানুষ প্রশাসনের প্রতিশ্রুতির দিকেই তাকিয়ে রয়েছেন।

একদিকে বৃষ্টির দাপট, অন্যদিকে পরীক্ষার মরশুম ও সামনে পুজোর ব্যস্ততা—সব মিলিয়ে এখন জেলার সবচেয়ে বড় প্রত্যাশা দ্রুত খুলে যাবে তিলপাড়া ব্যারেজ। প্রশাসনের আশ্বাস মতো কাজ এগোলে, পুজোর আগেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন জেলার মানুষ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।