দুবরাজপুরে নাগরিক সমিতির দাবি, উন্নয়নে আশ্বাস দিল পৌরসভা
দুবরাজপুরে নাগরিক সমিতির দাবি, উন্নয়নে আশ্বাস দিল পৌরসভা

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়নের দাবিতে বুধবার পৌরসভায় স্মারকলিপি জমা দিল নাগরিক সমিতি। সাধারণ সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ মিশ্রর নেতৃত্বে সমিতির প্রতিনিধিরা পৌরপতি পীযুষ পান্ডের সঙ্গে আলোচনা করেন।
মূল দাবিগুলির মধ্যে ছিল—শহরের যানজট কমাতে HDFC ব্যাঙ্কের সামনের অবৈধ দখলদারিত্ব অপসারণ, ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি আনা, বাইপাস রোড নির্মাণ, রাস্তার ধারে জমে থাকা ময়লা পরিষ্কার, খোলা নালা সংস্কার এবং মশা-মাছির উপদ্রব দমন।

পৌরপতি পীযুষ পান্ডে জানান, জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শহরের জন্য ৫৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন, যার ফলে পানীয় জলের সমস্যা মিটবে। শীঘ্রই টেন্ডার ডেকে কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।