জেলার খবর
Trending

দোকানে টাকা চুরির ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়।

দোকানে টাকা চুরির ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়।

সিউড়ি, আমার খবর : দোকানে কেউ না থাকার সুযোগে ক্যাশ বাক্স থেকে ৮ হাজার টাকা নিয়ে চম্পট দিল অল্প বয়সী কিশোর। সেই টাকা চুরি করার ঘটনাটি ধরা পড়েছে দোকানা থাকা সিসিটিভি ক্যামেরায়। সিউড়ি থানায় চুরির বিষয়টি জানানো হয়েছে৷ সাথে জমা দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ।

ঘটনাটি ঘটেছে সিউড়ির বড় বাগান মোড়ের কাছে একটি দোকানে।
মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ দোকানের মালিক কর্মচারী ভেতরে গোডাউনে মাল গোছাচ্ছিল। সে সময় দোকান ছিল ফাঁকা। দোকানে কেউ না থাকার সুযোগ নিয়ে এক অল্পবয়সি কিশোর দোকানে ক্যাশ বাক্স থেকে দেদার টাকা বের করে নিয়ে দেয় চম্পট। কিন্তু চোর বাবাজি জানা নেই পুরো দোকানটাই সিসিটিভি ক্যামেরাবন্দি। সেই চুরি করার ঘটনা পুরোটাই বিভিন্ন ক্যামেরায় বন্দী হয়ে যায়। দোকানের মালিক ক্যাশ মেলানোর সময় দেখেন ক্যাশ বাক্স থেকে উধাও প্রায় আট হাজার টাকা। এরপরই সিসিটিভি রেকর্ডিং দেখতে শুরু করেন তিনি। দেখা যায় রাত্রি আটটা কুড়ি নাগাদ দোকানের ভেতরে এক কিশোর প্রবেশ করে ক্যাশ বাক্স খুলে বের করে নিয়ে যাচ্ছে টাকা। তবে সেই কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। সিউড়ি থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কিশোরের খোঁজ শুরু করেছেন।

Related Articles

Back to top button