ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সদাইপুর জঙ্গলে উদ্ধার মৃত মহিলাকে, বলে অভিযোগ পরিবারের।

বীরভূম, আমার খবর : ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সদাইপুর জঙ্গলে উদ্ধার মৃত মহিলাকে, বলে অভিযোগ পরিবারের।সদাইপুরে জঙ্গলে উদ্ধার মৃত মহিলার নাম ও পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে। মৃতের বাড়ি দুবরাজপুরের ইসলামপুরে। পরিবারের অভিযোগ ধর্ষণ করার পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত পরনে নেই গহনা, পাওয়া যায়নি তার মোবাইল। পরিবারে তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে খুন ও ধর্ষণের। পরিবারে পক্ষ থেকে জানানো হয় গতকাল রাতে আলম বাবার মেলা যাওয়ার নাম করে বের হয় তারপর অনেক রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

আজ সকালে জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সদাইপুরে। সদাইপুর থানার অন্তর্গত রাধা মাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। মহিলার মৃতদেহের পাশে পড়েছিল তার জুতো ও রুমাল। সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতে পরিবারের লোকজন জানতে পারেন তাদেরই পরিবারের মেয়ে। এরপর তারা মৃতদেহটিকে সনাক্ত করেন থানায় গিয়ে। পরিবারের অভিযোগ ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তার পরনে নেই কোন গয়না, পাওয়া যায়নি তার মোবাইল। মেলায় একজন যুবকের সঙ্গে ঘুরতে দেখা গিয়ে ছিল মৃত মহিলাকে। পুলিশ তদন্ত শুরু করেছে কে ছিল ওই যুবক। কি কারনে বা খুন করা হলো ওই মহিলাকে। সবটাই ধোঁয়াশা রয়েছে।