নদী থেকে দুই বস্তা বালি তোলার অভিযোগে দুই নাবালকে আটক করলো পুলিশ
নদী থেকে দুই বস্তা বালি তোলার অভিযোগে দুই নাবালকে আটক করলো পুলিশ

বোলপুর, মুনতাজ রহমান : কোপাই নদী থেকে দুই বস্তা বালি তোলার অভিযোগে দুই নাবালকে আটক করলো শান্তিনিকেতন থানার পুলিশ। এরপরই বুধবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বোলপুর-রামপুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ফলে সকাল থেকে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদী লাগুয়া মহিষডাল গ্রামে।
অভিযোগ, সাধারণ মানুষকে সামান্য বালি তুলতে বাধা দেওয়া হলেও প্রতিদিন ভোররাত থেকে অবৈধভাবে ট্রাক ও ট্র্যাক্টরে বালি পাচার হয়। গ্রামবাসীদের দাবি, এই পাচার স্থানীয় থানার মদতেই চলছে। অথচ বড় দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

অবরোধকারীদের সাফ কথা—আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবৈধ বালি পাচার বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। না হলে আন্দোলন চলবে।
এদিনের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।