জেলার খবর
Trending

নরেন্দ্র কাপ বিশ্বভারতীতে, সরব টিএমসির নেতা থেকে প্রাক্তনীরা

নরেন্দ্র কাপ বিশ্বভারতীতে, সরব টিএমসির নেতা থেকে প্রাক্তনীরা

শান্তিনিকেতন, আমার খবর : 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যুব সমাজকে টার্গেট করে একাধিক কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। সেই উদ্যোগেরই অংশ হিসেবে শুরু হয়েছে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্ট।

শারদোৎসবের আগে রাজ্যের মোট ৪৩টি জায়গায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই খেলা। ১১ সেপ্টেম্বর শিকাগোতে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ এবং ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে মাথায় রেখেই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের।

বোলপুরে এই প্রতিযোগিতার কমিটির আহ্বায়ক শ্যামাপদ মণ্ডল, যিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি। প্রমুখ হিসেবে রয়েছেন মেঘদূত রায়, জেলা সম্পাদক। খেলা হচ্ছে বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের মাঠে (পিএসবি মাঠ)। আর সেখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাঠ কীভাবে রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করতে দেওয়া হলো? বিশ্বভারতীর আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এর আগে কোনো আচার্যের নামাঙ্কিত প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এবং বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানকে বিজেপি নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button