জেলার খবর
Trending

নাট্যশাস্ত্রে বর্ণিত মুদ্রার উপরে দুদিনের কর্মশালা বিশ্বভারতীতে।

শান্তিনিকেতন, দেবস্মিতা চট্টোপাধ্যায় : মুখে কথা না বলে হাতের ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায়। যাকে বলা হয় মুদ্রা। প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্রে যার উল্লেখ রয়েছে। নাটকে, নৃত্যের ধারায় এই মুদ্রার বহুল প্রচলন। একজন মানুষ কী বলতে চাইছেন তা প্রকাশ পায় তাঁর করা ইঙ্গিতের মধ্যে দিয়ে। যেমন চুপ করাতে চাইলে মুখে আঙুল দেওয়া, কাউকে কাছে ডাকলে হাত দিয়ে ডাকা। এই বিষয়টিকে নন-ভারবাল কমিউনিকেশন বলা হয় বর্তমান শিক্ষণক্ষেত্রে। ভারতীয় নাট্যশাস্ত্রে বর্ণিত এমন নানান মুদ্রা সম্পর্কে হাতে-কলমে শেখানোর জন্যই একটি দুদিনের ওয়ার্কশপ হল বিশ্বভারতীর বিনয় ভবনের ধ্যান কুটিরে।

বিশ্বভারতী বিদ্যা ভবনের সেন্টার ফর জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং বিনয় ভবনের ডিপার্টমেন্ট অফ যৌগিক আর্ট অ্যান্ড সায়েন্সের উদ্যোগে ওয়ার্কশপটি হয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিয়াল ভট্টাচার্য, সায়ক মিত্র, রুদ্রদীপ মুখোপাধ্যায় এবং শুভেন্দু ঘোষ। ওয়ার্কশপ কো-অর্ডিনেটর ছিলেন ধীমান ভট্টাচার্য। বিশ্বভারতী বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মণ্ডলের মতে, অনেকেই মনে করেন ভারতবর্ষে ভাল কিছুই বোধ হয় নেই। অথচ আমাদের প্রাচীন শাস্ত্র থেকেও কত কিছু শেখার আছে। চর্চার অভাবে হারিয়ে যাচ্ছিল সব। সেই চর্চা ফিরিয়ে এনে শিক্ষণের কাজ চলছে।

Related Articles

Back to top button