নানুরের পর মহম্মদবাজারে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ
নানুরের পর মহম্মদবাজারে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ

বীরভূম, মুনতাজ রহমান(বাপি) : বীরভূমের ময়ূরাক্ষী নদী চত্বরে ফের অবৈধ বালি তোলার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল জেলা প্রশাসন। গভীর রাতে জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে মহম্মদবাজার ব্লকের ভুতুরা গ্রাম পঞ্চায়েতের খয়রাকুরি ও মোল্লাই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নম্বর প্লেটহীন ৫০টি ট্রাক্টর আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনি ভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ উঠছিল।

একই রাতে সিউড়িতেও অবৈধ বালিরঘাটে পুলিশি হানা হয়। ওই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রশাসনের হঠাৎ এই উদ্যোগে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা শাসক স্বয়ং অভিযানে নামায় বার্তা স্পষ্ট—বালি মাফিয়াদের বিরুদ্ধে এবার কঠোর পথে হাঁটছে প্রশাসন।
তবে এই অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে। রাত জেগে এমন অভিযান চালাতে হয় জেলাশাসকে, তবে কি করছে পুলিশ। এভাবেই দিনের পর দিন কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকে দিয়ে অভাবেই চলছে বালি উত্তোলনের কাজ। কেবল নানুর বা মোহাম্মদ বাজার নয় জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই বালি উত্তোলন হচ্ছে।

জেলাশাসকের অভিযানের পর অবশেষে নড়েচড়ে বসলো পুলিশ।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।