জেলার খবর
Trending

নানুরে রহস্যময় দেহ উদ্ধার, নিখোঁজ নাবালিকা কি এই মৃতদেহ? ফরেনসিক তদন্তে নামল পুলিশ।

নানুর, মুনতাজ রহমান (বাপি) : বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে গভীর রাতে এক পচাগলা মহিলার মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল, নানুর থানার পাপুড়ি গ্রামে আলামিন মিশনের পাশে পুকুরপাড়। মঙ্গলবার (২৪ জুলাই) রাতে মৃতদেহটি উদ্ধার করে নানুর থানার পুলিশ। গোটা শরীর কঙ্কালে পরিণত হওয়ায় এখনও মৃতার পরিচয় নিশ্চিত হয়নি, তবে পাশ থেকে একটি ওড়না ও মৃতের পরনের প্যন্ট উদ্ধার হয়—যেটি দেখে পাপুড়ির পাশের খালা গ্রামে এক পরিবার দাবি করেছে এটি তাঁদের ১৪ বছরের নিখোঁজ মেয়ের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই নানুরের খালা গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। ২১ জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ করা হয়।

এই পরিপ্রেক্ষিতে পুকুরপাড় থেকে উদ্ধার হওয়া দেহ এবং নিখোঁজের ঘটনার মধ্যে যোগসূত্রের আশঙ্কা করছে পুলিশ। যদিও এখনই কিছু নিশ্চিত না করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ মেয়ের পরিবারকে রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের পাঁচ সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন বোলপুর এসডিপিও ও নানুর থানার ওসি। নমুনা সংগ্রহ, ছবি তোলা সহ নানা বিশ্লেষণ করা হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত জোরকদমে চলছে।
এই বিষয় নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা পাপুরি গ্রামের ভূমিপুত্র ফাইজুল হক ওরফে কাজল সেখ জানান। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। তিনি জানান সব সময় তিনি ওই মৃত পরিবারের পাশে আছেন।

Related Articles

Back to top button