জেলার খবর

নানুরে ২৭ জুলাই শহীদ স্মরণ: নতুন শহীদ বেদী, আসছেন রাজ্যের হেভিওয়েট নেতারা।

নানুর, আমার খবর : নানুরের বাসাপাড়ায় প্রস্তুতি শেষ পর্যায়ে। রাত পোহালেই ২৭শে জুলাই শহীদ স্মরণ দিবস। এবছর অনুষ্ঠান আরও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গড়ে তোলা হয়েছে নতুন শহীদ বেদী। শুধু ২০০০ সালের ২৭ জুলাইয়ের সূচপুরের ১১ জন শহীদ ক্ষেতমজুরই নয়, ওই বেদীতে স্থান পেয়েছে নানুরের আরও ১৪ জন শহীদের নাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখতে বাসাপাড়া এলাকায় যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ।

তিনি জানান, “শহীদদের স্মৃতিকে নতুনভাবে সম্মান জানাতেই এবছর এই বেদী নির্মাণ। গ্রামবাসী ও শহীদ পরিবারের সহযোগিতা করছেন। এটা শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক।”

শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলা নেতৃত্ব এবং হাজার হাজার সাধারণ মানুষ।

নানুর শহীদ দিবস প্রতি বছরই রাজনৈতিক তাৎপর্য বহন করে। এবছর শহীদ বেদী ও আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ দেখা গেছে গ্রামবাসীর মধ্যেও।

Related Articles

Back to top button