
নানুর : নানুর থানার থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায় উপপ্রধানের বাড়ি লক্ষ করে ব্যাপক বোমাবাজি। ঝাড়ু দিয়ে বোমা বাজির চিহ্ন নিশ্চিহ্ন করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নানুর থানার থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায়। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের উপপ্রধান জামু সেখ ও তার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ শুক্রবার বিকেল থেকে এলাকায় দুষ্কৃতীরা বোমা হতে ঘোরাঘুরি শুরু করে। ভৃত্তি প্রদর্শন করার জন্য রাতে এলাকায় বাইক বাহিনীর দাপিয়ে বেড়ায় এলাকা জুড়ে। এর পর গভীর রাতে উপ প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ ঘটনার খবর পুলিশকে জানালেও ঘটনা স্থলে দেরি করে এসে পৌছয়। ঘটনা স্থলে এসে বোমাবাজির তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ ওঠে। ঝাঁট দিয়ে বোমাবাজির ছাপ পরিষ্কারের পাশাপাশি বোমা টুকরো সরিয়ে ফেলে পুলিশ। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। তবে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুক লাইভের মধ্যে বোমা ভর্তি ব্যাগ হাতে গ্রামে দাপিয়ে বেড়াতে।
তবে বিজেপির তরফ থেকে পুরো ঘটনাকে কটাক্ষ করা হয়েছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ, ভয়ে নাম প্রকাশ করতে পারছে না তাই দুষ্কৃতি বলে পার পাওয়ার চেষ্টা করছে তারা।
ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে ভিডিও দেখা যাবে।
