সজনীকান্ত দাসের ১২৫তম জন্মজয়ন্তী স্মরণসভা বোলপুরে
সজনীকান্ত দাসের ১২৫তম জন্মজয়ন্তী স্মরণসভা বোলপুরে

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : নিখিল ভারত বঙ্গসাহিত্য সন্মেলন বোলপুর শাখার উদ্যোগে কবি, সাহিত্যিক ও খ্যাতনামা ব্যঙ্গকার সজনীকান্ত দাসের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য সভার আয়োজন করা হল বোলপুরে। এদিন জেলা ও রাজ্যের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, নাট্যকার, গবেষক ও গবেষিকারা সমবেত হন। কেউ কবিতা পাঠ করেন, কেউ আলোচনা করেন সজনীকান্তের সাহিত্য ও সমাজচিন্তা নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক নীরদবরণ মণ্ডল, পবিত্র মুখাজী, এবং বোলপুর শাখার সভাপতি খোকন (মেহবুব আলম)সহ আরও অনেকে।
সজনীকান্ত দাস (১৯০৩–১৯৬৭) বাংলা সাহিত্যে বিশেষভাবে পরিচিত “শনি” ছদ্মনামে তাঁর ব্যঙ্গ-বিদ্রূপাত্মক রচনার জন্য। দীর্ঘদিন তিনি “শনিবাসরীয়” কলাম লিখতেন এবং ছিলেন “শনিবারের চিঠি” পত্রিকার প্রাণপুরুষ। তাঁর লেখনীর মধ্য দিয়ে রাজনীতি, সমাজ ও সাহিত্যক্ষেত্রের নানা অসঙ্গতি নির্ভয়ে তুলে ধরেছিলেন তিনি। সমালোচক হিসেবে তিনি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দসহ বহু সাহিত্যিককে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন।

আয়োজকদের বক্তব্য, “সজনীকান্ত দাস শুধু একজন ব্যঙ্গকার ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী সমাজ-সচেতন সাহিত্যিক। আজকের এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচিন্তা ও সমালোচনার ধারার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য।”
সভা শেষে কবি-সাহিত্যিকরা তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে তাঁর রচনাবলি পাঠ ও আলোচনার পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।