জেলার খবর
Trending

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ২২ চাকা লরি!

অতি বর্ষণের জেরে ক্ষতবিক্ষত রাস্তা, আর সেই কারণেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই ২২ চাকা লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন লরির চালক ও খালাসি।

ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে, নানুর থানার অন্তর্গত মোহনপুর মাঠ এলাকায়। রাজস্থান থেকে বীরভূমের উদ্দেশ্যে মার্বেল বোঝাই করে আসছিল লরিটি। প্রচণ্ড বৃষ্টিতে কাদা রাস্তা ও মাঝপথের গভীর গর্ত দেখে চালক সেটিকে পাশ কাটাতে যান। সেইসময় ভারসাম্য হারিয়ে কাঁচা জমির দিকে ধাক্কা মারে লরিটি ও সঙ্গে সঙ্গে উল্টে যায়।

স্থানীয় মানুষজন ছুটে এসে চালক ও খালাসিকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

চালকের দাবি, এই দুর্ঘটনায় লরির মার্বেল ও কাঠামো মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Related Articles

Back to top button