
অতি বর্ষণের জেরে ক্ষতবিক্ষত রাস্তা, আর সেই কারণেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই ২২ চাকা লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন লরির চালক ও খালাসি।

ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে, নানুর থানার অন্তর্গত মোহনপুর মাঠ এলাকায়। রাজস্থান থেকে বীরভূমের উদ্দেশ্যে মার্বেল বোঝাই করে আসছিল লরিটি। প্রচণ্ড বৃষ্টিতে কাদা রাস্তা ও মাঝপথের গভীর গর্ত দেখে চালক সেটিকে পাশ কাটাতে যান। সেইসময় ভারসাম্য হারিয়ে কাঁচা জমির দিকে ধাক্কা মারে লরিটি ও সঙ্গে সঙ্গে উল্টে যায়।

স্থানীয় মানুষজন ছুটে এসে চালক ও খালাসিকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
চালকের দাবি, এই দুর্ঘটনায় লরির মার্বেল ও কাঠামো মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।