
মারগ্রাম, আমার খবর : মারগ্রাম থানার প্রতাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো একটি লরি , ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দুটি মোটর বাইক,ঘটনায় জখম চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারগ্রাম থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী,স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতাই তড়িঘড়ি জখম ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মারগ্রাম থানার প্রতাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুরহাট থেকে নলহাটির দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, দুর্ঘটনায় দোকানের সামনে অংশ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের বেশ কিছু জিনিসপত্র। স্থানীয় বাসিন্দারা দের দাবি ওই দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতো। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।