
সিউড়ি, আমার খবর : ১৪ নম্বর জাতীয় সড়কে সিউড়ি ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ডাম্পার ঘটনায় গুরুতর আহত চালক এবং খালাসি। তাদেরকে উদ্ধার করে পুলিশ সিউড়ি সদর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে এদিন দুপুর বারোটা নাগাদ।

জানা যায় মহম্মদবাজার দিক থেকে দুবরাজপুরের দিকে ওই ডাম্পার যাচ্ছিল হঠাৎ সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কে সিউড়ি ঢোকার মুখে ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।