জেলার খবর
Trending

পতিত জমিতে হবে অর্গানিক ফার্মিং, চলছে মাঠ খোঁড়ার কাজ

পতিত জমিতে হবে অর্গানিক ফার্মিং, চলছে মাঠ খোঁড়ার কাজ

শান্তিনিকেতন, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বিশ্বভারতীর উপাচার্য নাকি ট্রাক্টর দিয়ে খেলার মাঠ খুঁড়ে দিচ্ছেন! এমনই গুঞ্জন উঠছে বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের আনাচে-কানাচে। “প্রত্যক্ষ একমাত্র প্রমাণ”-এর মত দেখাও যাচ্ছে বিষয়টি। তবে কি সত্যিই খেলার মাঠে চাষ হবে? আমার খবর বীরভূমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বভারতীর উপাচার্য ড. প্রবীর কুমার ঘোষ জানালেন, সবাই যেমন ভাবছেন বিষয়টা আসলে তেমন নয়। বিশ্বভারতীর নির্দিষ্ট খেলার মাঠ রয়েছে পাঁচটি। এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি পতিত জমি। দীর্ঘদিন ধরে সেগুলি কোনও কাজে ব্যবহার না করার ফলে বিশ্বভারতীর ছাত্রদেরই একাংশ কখনও সখনও খেলা করেন সেখানে। তবে সম্প্রতি পার্লামেন্টে প্রশ্নের সম্মুখীন হয়েছে বিশ্বভারতী। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় দুশো একর জমি হারিয়ে ফেলেছে বিশ্বভারতী।

বেঁচে থাকা পতিত জমিগুলিকে কাজে লাগানোর নির্দেশ এসেছে বিশ্বভারতীর কাছে। সেই অনুযায়ী অর্গানিক ফার্মিংয়ের কথা ভাবছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু তাই নয় NIRF Ranking এও মানের অবনমন ঘটেছে বিশ্বভারতীর। এ ক্ষেত্রে অর্গানিক ফার্মিং বিষয়টি মান বাড়াতে সহযোগিতা করবে। কাজেই পতিত জমিতে অর্গানিক ফার্মিংয়ের ফলে বিশ্বভারতীর দুই ধরনের লাভের সম্ভাবনার কথা বলছেন বিশ্বভারতীর উপাচার্য কৃষিবিজ্ঞানী ড. প্রবীর কুমার ঘোষ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বভারতীর সিংহভাগ কর্মী, আধিকারিক।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button