পাকা রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
পাকা রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

নানুর বিধানসভা, কসবা, মুনতাজ রহমান : গ্রামে কোন কাঁচা রাস্তা থাকার কথাই নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বীরভূমের কসবা পঞ্চায়েতের একটি রাস্তা পাকা করার দাবিতে পঞ্চায়েতে তালা ঝোলালো গ্রামবাসীরা। ১৫, ২০ বছর পেরিয়ে গেলেও মেলেনি পাকা রাস্তা। বারবার অনুরোধ করার পরও মিলেছে কেবল আশ্বাস। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিন যায় বছর যায় সাধারণ গ্রামবাসীর দুর্দশার শেষ নাই। গ্রীষ্মের সময় সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারলেও অল্প বৃষ্টিতেই রাস্তার অবস্থা নাজেহাল। আর এর ফলেই নাজেহালে শিকার হতে হয় গ্রামবাসীদের। এই রাস্তা পাকা করার দাবিতে বারবার অনুরোধ জানানো হয় পঞ্চায়েতে কিন্তু আশ্বাস আর আশ্বাস। আশ্বাস মিললেও মেলেনি পনের বছরে পাকা রাস্তা। এবার সেই রাস্তা পাকা রাস্তা করার দাবিতে নানুর বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। কেবল তালা ঝুলিয়ে ক্ষান্ত থাকেনি তারা বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কিছু বলতে চাননি।
তবে এই বিষয়ে বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ জানান বীরভূম জেলায় কোন রাস্তা সেইভাবে কাচা নেই, আর বিক্ষোভ বা তালা বন্ধ করে পঞ্চায়েতে রাখা ঠিক হয়নি গ্রামবাসীদের। গ্রামবাসীরা লিখিত আকারে সভাধিপতিকে দিক তাহলে সেই রাস্তা দ্রুত পাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
