জেলার খবর
Trending

পাঞ্জাবের সাইবার প্রতারণা কাণ্ডে সাঁইথিয়ার যুবক গ্রেপ্তার

বীরভূম, সজল সেখ : পাঞ্জাবে সাইবার প্রতারণার মামলায় জড়িয়ে পড়ার অভিযোগে বীরভূমের সাঁইথিয়ার এক যুবককে গ্রেপ্তার করলো পাঞ্জাব পুলিস। ধৃতের নাম মোতাহার হোসেন সেখ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবে দায়ের হওয়া এক সাইবার প্রতারণার মামলার তদন্তে ফোন নম্বরের সূত্র ধরে অভিযানের ছক কষে পাঞ্জাব পুলিস। সেই অনুযায়ী বুধবার তারা পৌঁছায় বীরভূম জেলার সাঁইথিয়া থানায়। স্থানীয় পুলিসের সহযোগিতায় অভিযুক্ত মোতাহার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, ধৃতকে আদালতে তোলা হয়। আদালত তদন্তের স্বার্থে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। পুলিস জানিয়েছে, মোতাহারকে ২৮ জুলাই পর্যন্ত পাঞ্জাবে রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে সরকারি আইনজীবী মুক্তাব হোসেন বলেন, “পুলিস আদালতের নির্দেশ মোতাবেক আইনানুগভাবে পদক্ষেপ নিচ্ছে।”

তদন্তে উঠে এসেছে, মোতাহারের নাম যুক্ত এমন একটি মোবাইল নম্বর ব্যবহার করে পাঞ্জাবের একাধিক বাসিন্দার সঙ্গে প্রতারণা চালানো হয়েছিল। পাঞ্জাব পুলিসের তরফে জানানো হয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পেতে তারা তৎপর।

Related Articles

Back to top button