জেলার খবর
Trending
পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিক – আহত আরও ৪, বীরভূমে শোকের ছায়া
পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিক – আহত আরও ৪, বীরভূমে শোকের ছায়া

নলহাটি, মুনতাজ রহমান : বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে পাথর খাদানে ভয়াবহ ধস নামল। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪ জন শ্রমিক।
শুক্রবার দুপুরে আচমকাই ধস নামায় শ্রমিকরা চাপা পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা মিলে শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা শ্রমিকদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ধসের সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে অনুমান, অতি খনন ও নিরাপত্তার ঘাটতির জেরেই এই দুর্ঘটনা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র পাথর শিল্পে।
এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশি তদন্ত চলছে। প্রশাসনের তরফে মৃত ও আহত শ্রমিকদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।