
দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ : এলাকায় ১০-১২ দিন ধরে পানীয় জল না পেয়ে দুবরাজপুরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার বাইপাস রাস্তা অবরোধ করল স্থানীয় মানুষজন। বাঁশ বেঁধে ঘড়া, কলসি ও বালতি নিয়ে রাস্তায় নামেন এলাকার মহিলা ও পুরুষেরা। পানীয় জলের দাবিতে প্রায় ৩৫ মিনিট ধরে চলে রাস্তা অবরোধ। দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুনপল্লীতে। পরে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। পাশাপাশি এই বাইপাস রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে যার ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয় মানুষজন থেকে গাড়ি চালকেরা। এই রাস্তা শুধু খালাখন্দ নয়, বেশ কয়েক জায়গায় পুকুরের আকার ধারণও করেছে। যা নিয়ে হুঁশ নেই পৌরসভার বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীকে বারবার জানানো হলেও তিনি কোন সুরাহা করেননি বলে অভিযোগ। এলাকার বিভিন্ন সমস্যার কথা জনপ্রতিনিধিকে জানাতে গেলে তিনি তাদের সাথে দেখা করেন না বলে অভিযোগ।

এই বিষয় নিয়ে দুররাজপুর পুর প্রধান পীযূষ পান্ডে জানান অতি বৃষ্টির ফলে শহরে জল সরবরাহের পাম গুলি ডুবে যায়। জলে ডুবে যাওয়ার ফলে বেশ কিছু পাম্প বিকল হয়ে যায়। দ্রুত সেগুলোকে সারানোর ব্যবস্থা চলছে সম্ভবত কাল থেকেই জল সরবরাহ সুষ্ঠুভাবে করা হবে। কাল থেকেই ঠিকমত জল পাবেন দুবরাজপুর বাসীরা।
তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে দুররাজপুরের বিজেপির বিধায়ক অনুপ সাহা। তিনি জানান এই তৃণমূল সরকার সাধারণ মানুষকে জরুরি পরিষেবা দিতে অপারক৷