পুজোর আগে সেভ ড্রাইভ, সেভ লাইফ বার্তা নানুরে
পুজোর আগে সেভ ড্রাইভ, সেভ লাইফ বার্তা নানুরে

নিজস্ব প্রতিনিধি, নানুর : পুজোর আগে সেভ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতার উপর জোর দিল বীরভূম জেলা পুলিশ। নানুর থানার উদ্যোগে নতুন গ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়—যেখানে সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, সি আই মিঠুন কুমার চক্রবর্তী, ওসি নান নিতু সিংহ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

সভাপতির বক্তব্য—“দু’চাকা চালকদের হেলমেট ও চারচাকা ব্যবহারকারীদের সিট বেল্ট পরা আবশ্যক। প্রতিটি দুর্ঘটনায় একটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। তাই পরিবারের স্বার্থে সতর্ক হতেই হবে।”
এসডিপিও রিকি আগরওয়াল জানান, দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করলে পুলিশের জটিলতায় পড়তে হবে এই ধারণা ভুল। উদ্ধারকারীদের বরং বিশেষভাবে সম্মানিত করা হবে। তিনি বলেন, “অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে পারলে নিজে থেকেই আহতদের হাসপাতালে নিয়ে যান।”

এদিন দুর্ঘটনায় মৃত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, ভবিষ্যতে দুর্ঘটনা কবলিত মানুষদের সহযোগীদের বিশেষ সম্মান প্রদান করা হবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।