জেলার খবর
Trending

পুরনো বিবাদের জেরে বোমা মেরে খুন মল্লারপুরে তৃণমূল নেতা, অনুমান পুলিশের।

মল্লারপুর দেবশ্রী মজুমদার : পুরনো বিবাদের জেরে বোমা মেরে খুন মল্লারপুরে তৃণমূল নেতা, অনুমান পুলিশের। মল্লারপুর থানার বিষিয়াগ্রামে বোমা আঘাতে বাইতুল্লা সেখের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হলে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালত। ধৃত ব্যক্তির নাম ইয়াফোর সেখ ওরফে বসির। তার বাড়ি নিহত তৃণমূল নেতা বাইতুল্লা সেখের বাড়ির পিছনে। সম্পর্কে মৃত তৃণমূল নেতার আত্মীয় হন। এদিন মৃত তৃণমূল নেতার বাড়ি যান ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। কথা বলেন মৃতের পরিবারের সাথে, পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়ক জানান রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই খুন।

সূত্রের খবর বাইতুল্লা সেখের সঙ্গে বেশ কিছুজনের পুরনো বিবাদ রয়েছে। সেই বিবাদের কারণেই এই খুন হতে পারে বলে অনুমান সকলের। গতকাল সন্ধ্যায় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল বাইতুল্লা শেখ বাড়ি ঢোকার আগে একটি পুকুরে পা ধুচ্ছিল সে। পাঁ ধুয়ে উঠতেই অন্ধকারের সুযোগ নিয়ে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছাড়া হয়। সেই বোমা রাখাতেই মৃত্যু হয় তৃণমূল নেতা বাইতুল্লা সেখের। পরিবারের দাবি রাজনৈতিক কারণেই খুন হয়েছে। এর আগেও প্রাণে মেরে ফেলার অনেকবার চেষ্টা হয়েছে।

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের অভিযোগ খারাপ কাজের সঙ্গে হয়তো লিপ্ত ছিল মৃত ওই তৃণমূল নেতা। তার জন্যই খুন হতে হয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল অভিযোগ তুলেছেন

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button