জেলার খবর
Trending

পৌরসভা–পঞ্চায়েত এলাকার দ্বন্দ্বে ভেস্তে গেল ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প

পৌরসভা–পঞ্চায়েত এলাকার দ্বন্দ্বে ভেস্তে গেল ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প

সিউড়ি ২, সজল সেখ : পৌরসভা–পঞ্চায়েত এলাকার দ্বন্দ্বে ভেস্তে গেল ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প, বিক্ষোভে গ্রামবাসী

বীরভূম, হাটজন বাজার — প্রশাসনিক জটিলতা ও এলাকা সীমানা নির্ধারণের দ্বন্দ্বে ব্যাহত হল ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। আজ সিউড়ি ২ নম্বর ব্লকের খোসনাতোর সংসদের একটি গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হলেও শেষ পর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে আজ সকালে। প্রশাসনের তরফে কেন্দুয়া অঞ্চলের তিনটি বুথের জন্য যৌথভাবে ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, পৌরসভা ও পঞ্চায়েত এলাকার সীমা নিয়ে দ্বন্দ্বের কারণে একটি বুথের বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়নি। এই বাদ পড়া বুথের মানুষ ক্ষোভে ফেটে পড়ে ক্যাম্পস্থলে হাজির হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন।

গ্রামবাসীদের দাবি, সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এলাকা সীমানা নিয়ে টানাপোড়েনের অজুহাত তুলে সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না। “আমরাও তো একই এলাকার মানুষ, অথচ আমাদের ডাকেনি। এটা অন্যায়,” ক্ষোভ প্রকাশ করেন এক প্রতিবাদী বাসিন্দা।

উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ক্যাম্পের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পৌরসভা ও পঞ্চায়েতের অধিক্ষেত্র নির্ধারণের সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে এবং একাধিকবার এটি পরিষেবা প্রদানে বাধা সৃষ্টি করেছে।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত সমাধান না হলে ভবিষ্যতেও এমন কর্মসূচি বাধাগ্রস্ত হবে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত আলোচনা করে সমাধান খোঁজার আশ্বাস দেওয়া হয়েছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button