
ওপার বাংলার আঁচ পড়লো এপার বাংলায়। এবার প্রতিবাদে নামলো শান্তিনিকেতন।
ওপার বাংলায় রবীন্দ্রনাথের কাছাড়িবাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো বিশ্বভারতীর উপাচার্য, পড়ুয়া,অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী সহ শান্তিনিকেতনের প্রক্তনীরা। এদিন সন্ধ্যায় শান্তিনিকেতনের উপাসনার গৃহ থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবন পর্যন্ত একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। কবিগুরুর গান গেয়ে শুরু হয় প্রতিবাদ মিছিল। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
