প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শান্তিনিকেতনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শান্তিনিকেতনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বোলপুর, মুনতাজ রহমান : ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শুরু হলো “ভিক্ষিত ভারত কে রং, কালা কে সং” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এই কর্মসূচি চলবে আগামী ২রা অক্টোবর পর্যন্ত।
শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী ও চিত্রশিল্পী এতে অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়, বোলপুর মূলক শাখার ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজ, বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক অর্ঘ্যপ্রিয় মজুমদার, ধরিত্রী ও কুমার জসকিয়া এবং পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশীষ গিরি। প্রতিযোগিতার মূল বিষয় ছিল— শিল্পীদের চোখে বিকশিত ভারত।এদিন সৃজনী শিল্প গ্রামে একটি চারা গাছ রোপন করা হয়।

শুধু সৃজনী শিল্পগ্রামেই নয়, বিশ্বভারতী ক্যাম্পাসেও আলাদাভাবে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশীষ গিরি সহ বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক-অধ্যাপিকা।

এদিন পাঠভবন, শিক্ষাসত্র, কলাভবনসহ বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশ নেন প্রতিযোগিতায়।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।