প্রায় সাড়ে তিনশো জন জীবত ভোটারকে পাশে বসিয়ে বিজেপিকে তোপ দাগলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
বীরভূম, সিউড়ি : প্রায় সাড়ে তিনশো জন জীবত ভোটারকে পাশে বসিয়ে বিজেপিকে তোপ দাগলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বিজেপির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সিউড়ি বিধানসভায় মৃত ব্যক্তিদের নামে একটি লিস্ট পাঠানো হয়। যেখানে জীবিত ব্যক্তিদের মৃত বলে দাবি করেছেন বিজেপি। এমন বিস্ফোরক অভিযোগ করলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন সিউড়িতে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির দেওয়া লিস্টে সিউড়ি বিধানসভার ৩৫৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জীবিত তাদের মৃত বলে দেখানো হয়েছে।

বিকাশ বাবু দাবি করেন এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বিজেপির। শুধুমাত্র সিউড়ি বিধানসভার ৩৭২ জন লোককে মৃত বলে দেখানো হয়েছে লিস্টে। তার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে, ৩৫৩ জন জীবিত, সেই সকল মানুষদের তৃণমূল কার্যালয়ে ডাকা হয় এদিন। তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিকাশ রায় চৌধুরী।
রাজনগর, সিউড়ি ,সাহাপুর, ভুরকুনা আলুন্দা, ভবানীপুর এই সমস্ত এলাকাতে এই ধরনের কারচুপি করা হয়েছে। যেই সমস্ত এলাকায় এই ধরনের কারচুপি করা হয়েছে সেই সমস্ত এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস বলে জানান তিনি।
তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ও জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে।