প্রেমে প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে এক কিশোরীকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করলো এক যুবক।
প্রেমে প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে এক কিশোরীকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করলো এক যুবক।

আমার খবর, রামপুরহাট : প্রেমে প্রত্যাখ্যান করার কারণে বাড়িতে ঢুকে এক কিশোরীকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করলো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বীরভূমের তারাপীঠ থানার বাতিনা গ্রামে। পরিবার সূত্রে জানা যায় মৃত কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। জানা যায় তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের বিক্রম মাল নামে এক যুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরিবারের অভিযোগ বিক্রম মাল প্রায় দিন রাস্তাঘাটে উত্তপ্ত করতো ওই কিশোরীকে এমনকি দিন দশেক আগে কিশোরীর কিছু ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করেছিল সে, শেষমেষ বিক্রম বিয়ের প্রস্তাব দেয় কিশোরীকে। কিশোরীর পরিবারের তরফ থেকে আলাদা জায়গাতে বিয়ের জন্য দেখাশোনা শুরু হয় বৃহস্পতিবার ছেলেপক্ষকে পাকা কথা দিতে যাই কিশোরীর পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত দশটা নাগাদ কিশোরীকে একা পেয়ে বাড়ির মধ্যেই এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে বিক্রম । জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরী আনা হলে তার মৃত্যু হয় । যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিক্রম লেট। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
