জেলার খবর
Trending

ফলের গাড়িতে আগুন

ফলের গাড়িতে আগুন

সাঁইথিয়া, আমার খবর : বৃহস্পতিবার ভোররাতে সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের উপর ফলের গাড়িতেই অগ্নিসংযোগ। কিভাবে লাগলো এই আগুন। ঘটনায় আহত হয়েছে গাড়িতে থাকা খালাসী। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোররাতে মুর্শিদাবাদের ডোমকলের এক বাড়িতে মুর্শিদাবাদের দিক থেকে সিউড়ির দিকে কলা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে আজ ভোররাতে ময়ূরেশ্বর থানার নারায়নঘাঁটি বাস স্ট্যান্ড পেরিয়েই গাড়ি চালকের অন্যমনস্কতার কারণে সজরে গিয়ে রাস্তার ধারের এক গাছে ধাক্কা মারে বলে খবর, তারপরে শর্ট সার্কিট হয়ে দাউ দাউ করে গাড়িতে ধরে যাই আগুন।

খবর দেওয়া হয় সাঁইথিয়ার দমকল অফিসে। ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন, অবশেষে নেভানো হয়েছে গাড়ির আগুন। অপরদিকে গাড়িতে থাকা খালাসি এই ঘটনায় চোট পেয়েছে বলে খবর তাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্

Related Articles

Back to top button