ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অভিযুক্ত চেয়ারম্যানের ভাইপো
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অভিযুক্ত চেয়ারম্যানের ভাইপো

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : দুবরাজপুর পৌরসভার নায়কপাড়া ও বাউরীপাড়ার মধ্যে এক ফুটবল ম্যাচকে ঘিরে রক্তাক্ত সংঘর্ষে উত্তেজনা ছড়ালো সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ার্টার ফাইনাল খেলায় নায়কপাড়া হেরে যায় বাউরীপাড়ার কাছে। সেই হারের প্রতিশোধ নিতে গিয়েই শুরু হয় অশান্তি। ফাইনালে জিতে ট্রফি নিয়ে ফেরার পথে বাউরীপাড়ার খেলোয়াড়দের উপর হামলা চালানো হয়। দুবরাজপুর পাওয়ার হাউস ও সাতকেন্দুরি মোড়ের মাঝামাঝি এলাকায় নায়কপাড়ার কয়েকজন যুবক হঠাৎই তাদের উপর চড়াও হয় এবং রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।
এই ঘটনায় বাউরীপাড়ার এক যুবক গুরুতর আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডে। অভিযুক্তের মা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
ঘটনার প্রতিবাদে বাউরীপাড়ার বাসিন্দারা দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের হুঁশিয়ারি, মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সাগ্নিক পাণ্ডে-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।