জেলার খবর
Trending
ফুটবল খেলার উদ্বোধনে যুবসমাজকে মাঠে নামার আহ্বান কাজল সেখের
ফুটবল খেলার উদ্বোধনে যুবসমাজকে মাঠে নামার আহ্বান কাজল সেখের

বোলপুর, মুনতাজ রহমান : ফুটবল খেলার মাধ্যমে যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ। রবিবার নানুর বিধানসভার কংকালীতলা অঞ্চলের পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, শ্রীনিনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কাজি মহম্মদ হানিফ, কংকালীতলা অঞ্চলের অঞ্চল সভাপতি আলেফ সেখ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

খেলার শুভ সূচনার আগে আদিবাসী নৃত্যে অংশ নেন অতিথিরা। এরপর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ প্রতীকী কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।