জেলার খবররাজনীতি

ফের উত্তপ্ত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের আমিনপুর গ্রাম।

বীরভূম, নানুর : ফের উত্তপ্ত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের আমিনপুর গ্রাম। অনুব্রত মন্ডল অনুগামীদের রাতের অন্ধকারে বাড়ি ভাঙাচুরের অভিযোগ। প্রাণে মারার পরিকল্পনা। রবিবার রাতে সুরেশ মালের বাড়িতে ভাঙচুর চালানো অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভেঙে ফেলা হয় বাড়ির দরজা, এডবেস্টারের চাল, জলের ট্যাংকি, সাইকেল ভেঙে ফেলা হয়। ঠিক একই ভাবে স্বপন আস্তার বাড়িতে ভাঙচু চালিয়ে আগুন লাগিয়ে দেয়া হয় খড়ের চালে। ঘটনায় আতঙ্কিত পরিবার। পরিবারের অভিযোগ প্রায় কয়েক মাস ধরে তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছিল। এই ঘটনায় বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন আক্রান্ত পরিবার।

তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।

Related Articles

Back to top button