জেলার খবর
Trending

বহু প্রতিক্ষার পর সিউড়ি রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।

বহু প্রতিক্ষার পর সিউড়ি রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।
বহু প্রতিক্ষার পর অবশেষে ফের রবিবার সিউড়িতে রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ শুরু হল রবিরার সকাল থেকে। সকলে আশাবাদী রেল ওভারব্রিজের কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। বীরভূমের সদর শহর সিউড়ি আর সেই সদর শহরের মূল সমস্যা সিউড় হাটজন বাজার রেল গেট। নিত্যদিন হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে মুহুর্ষ রুগীদের। অনেক সময় রেল গেট পড়ে থাকার ফলে দীর্ঘ অপেক্ষা করতে হয় সকলকে। সেই সমস্যা সমাধানে শুরু হয় রেল ওভার ব্রিজের কাজ। কিন্তু সেই কাজ শেষ হয়েও হয় নাই শেষ।

এই নিয়ে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ শুরু হয় কিন্ত ফ্লাইওভারের কাজ খুব ধির গতিতে। এর আগেও রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ শুরু হয় কিন্তু কিছু সমস্যার জন্য সেই কাজ বন্ধ রাখতে হয় রেলকে। ফের এদিন সকাল থেকে রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ শুরু হয়। সকাল ৭:১৫ থেকে দুপুর ১ টা ১৫ পর্যন্ত রেল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। তবে এদিন রেল ওভারব্রিজের গার্ডার বসার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে পুজোর আগেই সিউড়ি রেল ওভার ব্রিজের কাজ সম্পন্ন হবে।

Related Articles

Back to top button