বাংলাদেশ পাচারের আগেই উদ্ধার ৬০টা দামি মোবাইল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
বাংলাদেশ পাচারের আগেই উদ্ধার ৬০টা দামি মোবাইল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ : বাংলাদেশ পাচারের আগেই বীরভূম জেলা পুলিশের আবারও বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের খায়রাশোল থানার পুলিশের অভিযানে আজ ভোরবেলায় রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাঁচড়া মোড়ে একটা দেশি পাইপ গান সহ ২ রাউন্ড কার্তুজ এবং ৬০টি দামী মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মালদা জেলার কালিয়াচকের সাদেকুল শেখ নামে এক ব্যক্তি একটি কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই কোন সদুত্তর দিতে পারেনি এবং তার কাছে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চক্ষুচড়কগাছ। তার ব্যাগে ছিল ওয়ান সারটার পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স, আইফোন সিক্সটিন, গুগল পিক্সেল, স্যামসাং আলট্রা এস টোয়েন্টি ফোর সহ ৬০ টি দামি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে আরোও খবর, এই দামি ফোনগুলি হায়দ্রাবাদ ও সুরাট থেকে নিয়ে আসছিল এবং বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত শেখ সাদেকুল পুলিশের জেরায় জানিয়েছে এখনো পর্যন্ত ১০ হাজার মোবাইল পাচার করেছে। এই পাচারের নেপথ্যে আরো কেউ রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। ধৃত শেখ সাদেকুল কে দুবরাজপুর আদালতে তোলা হয়।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।