
সিউড়ি, আমার খবর : বাংলায় কথা বলাকে কেন্দ্র করে ফের বিতর্ক। অভিযোগ, সিউড়ি রেল স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক রেল কর্মী বাংলায় কথা বলতে অস্বীকার করেন। এরপর ভাষাগত বিবাদে জড়িয়ে পড়েন আলুন্দা গ্রামের বাসিন্দা, যিনি বাংলা পক্ষ সংগঠনের সদস্য।
ঘটনার প্রতিবাদে এদিন সিউড়ি রেল স্টেশনে হাজির হয়ে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলার মাটিতে বাংলা ভাষাকে অসম্মান করার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি-সহ অন্যান্য সদস্যরা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।