বাংলা সহায়তা কেন্দ্রের দুই কর্মীকে মারধরের অভিযোগ
বাংলা সহায়তা কেন্দ্রের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রামপুরহাট, আমার খবর : বীরভূমের রামপুরহাট শহরে অবস্থিত জিতেন্দ্র লাল মহকুমা গ্রন্থাগারের বাংলা সহায়তা কেন্দ্রে দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর প্রায় বারোটা নাগাদ।
জানা গেছে, ওই সময় কেন্দ্রের কর্মী হিসেবে উপস্থিত ছিলেন অদিতি রুজ ব্যানার্জি ও অরিন্দম সাহানা। অভিযোগ, জন্মসার্টিফিকেটের পরিষেবা নিতে আসা এক ব্যক্তিকে কিছু সময় অপেক্ষা করতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন। প্রথমে কর্মী অরিন্দম সাহানার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং পরে তাঁকে মারধর করেন বলে অভিযোগ।
পরিস্থিতি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে মহিলা কর্মী অদিতি রুজ ব্যানার্জিকেও মারধর করা হয়। এসময় তিনি গুরুতরভাবে হাতে আঘাত পান এবং বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্তের নাম কামানুর জামান খান ওরফে সেন্টু খান। অভিযোগ, তিনি কর্মীদের হুমকি দিয়ে যান যে আরও লোক নিয়ে ফিরে আসবেন।
এই ঘটনার পর আক্রান্ত কর্মীরা রামপুরহাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।