জেলার খবর
Trending

বারুদের গন্ধ থেকে ধুপ-ধুনোর সুবাসে বদলে গেল নানুর

বারুদের গন্ধ থেকে ধুপ-ধুনোর সুবাসে বদলে গেল নানুর

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : একসময় নানুর মানেই ছিল বারুদের গন্ধ, আতঙ্ক আর অস্থিরতা। পুজোর মরসুম এলেই গৃহবধূরা শশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ির পথে রওনা দিতেন, কেউ বা চলে যেতেন অন্য গ্রামে। কারণ, নিজ গ্রামে দুর্গাপুজো করার সামর্থ্য ছিল না।

সেই কঠিন দিনগুলির স্মৃতি আজও মনে করিয়ে দেন নানুর থানার পাপুড়ি গ্রামের বাসিন্দা ও বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখের। তিনি জানান, সেই সময়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেই সর্বধর্ম সমন্বয়ে গ্রামের মাটিতেই দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে প্রতিবছর মহাধুমধামে দুর্গাপুজো হচ্ছে, যেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে সামিল হন।

এবারের পুজোতেও নতুন রূপের ছোঁয়া আনতে ব্যস্ত গ্রামবাসীরা। গ্রামীণ শিল্পীদের হাতে গড়ে উঠছে পুজোমণ্ডপ।

সকাল থেকে চলছে ঘরদোর পরিষ্কার আর দেওয়ালে রঙের কাজ। আসিয়ারা বিবি বলেন, “বাড়ির পেছনে পুজো হবে আর দেওয়াল অপরিষ্কার থাকবে, তা কি হয়? তাই সকলে মিলে রঙ করছি। এবারের পুজোতেও আমরা সবাই একসঙ্গে থাকব।”

অন্যদিকে, পুজোর প্রস্তুতি ঘুরে দেখছেন কাজল সেখ নিজেও। ব্যস্ততার মাঝেও তিনি প্রতিনিয়ত তদারকি করছেন পুজোর কাজ। তাঁর কথায়, “একসময়ের আতঙ্কিত নানুর আজ সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। এই ঐক্যই আমাদের শক্তি।”

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button