
বোলপুর, আমার খবর : সকাল বেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা বোলপুরে। বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম দেবা রায় (বয়স আনুমানিক ৪৫ বছর)। তাঁর বাড়ি বোলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিচিত্রা সিনেমা হলের পিছনের ঘাটুয়াল পাড়ায়।
জানা গিয়েছে, এদিন সকালে দেবা রায় নিজের কর্মস্থলে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়, বিচিত্রা সিনেমা হলের নিচে একটি যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে তাঁর সাইকেলে। ধাক্কার পর সাইকেলসহ দেবা বাসের চাকায় আটকে পড়ে যান। বাসের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পরই বাস চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ, দমকল বাহিনী, বাস মালিক সমিতি ও তৃণমূল বাস ইউনিয়নের সদস্যরা। পুলিশ দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

বাস মালিক সমিতির পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁরা অভিযোগ করেছেন, “দিন দিন রাস্তায় বাস চালানো কঠিন হয়ে উঠছে। রাস্তাঘাটে নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে বারবার দুর্ঘটনা ঘটছে।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।