
বীরভূম, সিউড়ি, সজল সেখ : বাসে যাত্রী তোলা নিয়ে রেষারেষি চরমে উঠল মুর্শিদাবাদের অমরপুরে। অভিযোগ, বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসের চালককে মারধর করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক চালক ও খালাসি। স্থানীয় এজেন্টদের সহযোগিতায় ওই হামলা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। পরে বাসটি সিউড়ি পৌঁছতেই ফের হামলার মুখে পড়ে। ভেঙে দেওয়া হয় একটি জানালার কাঁচ। চালকের সঙ্গে আবারও ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে।

জখম বাস চালককে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ইতিমধ্যেই সিউড়ি থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন বাস কর্তৃপক্ষ।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান ঘটনার দ্রুত তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন।