
সিউড়ি, আমার খবর : তিলপাড়া ব্যারেজের চলমান মেরামতির কাজ খতিয়ে দেখতে বুধবার ফের ব্যারেজে হাজির হলেন এসআরডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এদিন তিনি দীর্ঘক্ষণ ইঞ্জিনিয়ার ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। কাজ কতদূর এগিয়েছে এবং আর কতদিন সময় লাগবে, সে বিষয়ে খুঁটিনাটি রিপোর্ট নেন তিনি।
অনুব্রত মণ্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “তিলপাড়া ব্যারেজের অনেকটা কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দুই প্রান্তের কাজ প্রায় শেষের পথে, মাঝের দিকটা কিছুটা বাকি আছে। খুব শীঘ্রই পুরো কাজ শেষ হয়ে যাবে।”

এদিকে অনুব্রত মণ্ডলের ব্যারেজ পরিদর্শনের খবর পেয়েই সেখানে ছুটে যান ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা অভিযোগ জানান, ব্যারেজ মেরামতির জন্য দীর্ঘদিন ট্রাক চলাচল বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পাথর খাদান ও ট্রাক মালিকরা বিপাকে পড়েছেন, বহু শ্রমিক বেকার হয়ে বসে আছেন। তাই অবিলম্বে বিকল্প রাস্তার দাবি তোলেন তারা।
এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল স্পষ্ট জানান, “ট্রাক অ্যাসোসিয়েশন ও পাথর খাদান মালিকেরা যৌথভাবে চাইলে সাময়িকভাবে বিকল্প রাস্তা তৈরি করতে পারেন। তবে সেই রাস্তায় কোনওভাবেই টোল তোলা যাবে না।”

ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠকের পর বলেন, ব্যারেজ বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় ছিলেন। আজকের বৈঠকে চেয়ারম্যানের বক্তব্যে তারা আশার আলো দেখছেন। দ্রুত বিকল্প রাস্তা তৈরি হলে পাথর পরিবহন ফের স্বাভাবিক হবে বলে তাদের আশা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।