জেলার খবর

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দর্শন

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দর্শন

সিউড়ি, সজল সেখ : বিজ্ঞানের উপর ভর করে সেই কবেই চাঁদে পৌঁছে গিয়েছেন মহাকাশচারী। বর্তমানে বিজ্ঞান আরও উন্নত। মহাকাশবিজ্ঞান নিয়ে নানান গবেষণা চলছে অনবরত। সফল হয়েছে ভারতবর্ষের চন্দ্র অভিযান। তবে গ্রহণ নিয়ে কুসংস্কারের অন্ত হয়নি এখনও। মানুষের মন থেকে গ্রহণ কেন্দ্রিক কুসংস্কার দূর করার জন্য উদ্যোগ নিল বিজ্ঞান মঞ্চের সিউড়ি শাখা। দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দেখানোর পাশাপাশি কুসংস্কার দূরীকরণে প্রচার চলল এদিন। চন্দ্রগ্রহণ অশুভ কিছু নয়, বরং নিতান্তই প্রাকৃতিক, জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর ফলে কারও কোনও ক্ষতি হয়না। নানান অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দূরীকরণে প্রচারপত্র বিতরণ করা হয়। “অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানকেই আঁকড়ে ধরুন” এই ছিল প্রধান লক্ষ্য।


প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, ভারতীয় বৈজ্ঞানিকরা চাঁদের বুকেই ইতিহাস গড়েছেন। বিজ্ঞান আসলে আমাদের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেয়। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আমরা এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শক্তি ইত্যাদি বিষয়। বিজ্ঞান মঞ্চের সিউড়ি শাখার এই উদ্যোগে খুশি সিউড়ির মানুষ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button