
সিউড়ি, আমার খবর : সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দলে এবার প্রকাশে গোষ্ঠী কোন্দল।
সিউড়ি বিধায়কের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব সিউড়ি পুরসভার পুর প্রধান উজ্জ্বল চ্যাটার্জি। পাল্টা পুর প্রধানের বিরুদ্ধে সরব সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়লো তৃণমূল।
বীরভূম, সিউড়ি: গত কাল অর্থাৎ শুক্রবার সিউড়ি পৌরসভার হান দেয় পুর ও নগরোন্নয়ন দপ্তর সেই হানায় হাত রয়েছে সিউড়ি বিধায়কের দাবী। তাই বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর দূর্ণীতির মিথ্যা অভিযোগ করছে। এমন বিস্ফোরক দাবি করলেন সিউড়ি পুরসভার পুর প্রধান উজ্জ্বল চ্যাটার্জি। সিউড়ি পুরসভার পুর প্রধানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্ণীতির অভিযোগে একাধিক কাউন্সিলরের সই করা চিঠি দেওয়া হয় পুর ও নগরোন্নয়ন দপ্তরকে। সেই চিঠির পরিপেক্ষিতে গতকাল অর্থাৎ শুক্রবার তদন্তে আসে দুই তদন্তকারী অফিসার। ওই চিঠিতে সই থাকা কাউন্সিলররা তদন্ত কমিটির মুখোমুখি হয়ে পুর প্রধানকে দরাজ সার্টিফিকেট দেয়। এর পর এদিন সাংবাদিক বৈঠক করেন পুর প্রধান উজ্জ্বল চ্যাটার্জি। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তার দুই ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন।

প্রসঙ্গত এর আগে প্রাক্তন চেয়ারম্যান প্রণব করও বিধায়কের বিরুদ্ধ একসময় অসহযোগীতা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। এদিন উজ্জ্বল চ্যাটার্জির দাবি করলেন সিউড়ি শহরের উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকা নেই।
যদিও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবী করেন কে কে বিজেপির সঙ্গে যোগাযোগ করে সবাই সব জানে। প্রয়োজনে সব বলব।
এদিকে বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অশোক চট্টোরাজ ও মনিদ্বীপা মুখার্জি বিধায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তবে সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল আরও একবার।