জেলার খবর
Trending

বিপদের মুখে তিলপাড়া ব্যারাজ, ঝুঁকি নিয়েই জীবনের লড়াই

সিউড়ি, সজল সেখ : ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে তিলপাড়া ব্যারাজের পরিস্থিতি। দিনে দিনে বিস্তৃত হচ্ছে ফাটল। প্রশাসনের তরফে ‘বিপদজনক এলাকা’ বলে সতর্কবার্তা জারি করা হলেও তা কার্যত চোখে পড়ার মতোভাবে মানা হচ্ছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পার হচ্ছেন এই ব্যারাজের উপর দিয়ে।

দুই প্রান্তে — একদিকে সিউড়ি, অন্যদিকে রামপুরহাট — দাঁড়িয়ে থাকে লম্বা লাইনের বাস। যাত্রীদের বাস থেকে নামিয়ে পায়ে হেঁটে ব্যারাজ পার করানো হচ্ছে, তারপর ওপারে আবার তোলা হচ্ছে অন্য বাসে। ভয়াবহ ঝুঁকি থাকা সত্ত্বেও এই রুটই এখন বহু মানুষের দৈনন্দিন জীবনের অংশ।

এখানেই শেষ নয়। ব্যারাজের উপর গজিয়ে উঠেছে ছোট ছোট দোকানপাট। কোথাও ঠেলাগাড়িতে বিক্রি হচ্ছে চা-নাশতা, কোথাও স্থায়ীভাবে বসে গিয়েছে দোকান। নদীতে জল বাড়লেই বাড়ছে চাপ, সঙ্গে বাড়ছে ফাটলের পরিমাণও। তবে এখনও পর্যন্ত স্থায়ী মেরামতির কোনো কাজ শুরু হয়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। শুধু ব্যানার লাগিয়ে ‘বিপদজনক’ লেখা যথেষ্ট নয় — চাই কঠোর পদক্ষেপ এবং অবিলম্বে বিকল্প যোগাযোগ ব্যবস্থার সুনির্দিষ্ট রূপরেখা

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button