বিশ্বভারতী
Trending

বিশ্বভারতীতে বিশ্বকর্মা পুজো নয়, পালিত হয় শিল্পোৎসব

বিশ্বভারতীতে বিশ্বকর্মা পুজো নয়, পালিত হয় শিল্পোৎসব

শান্তিনিকেতন, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বিশ্বভারতীর উৎসবগুলির মধ্যে অন্যতম একটি হল শিল্পোৎসব, প্রতিবার বিশ্বভারতীর শ্রীনিকেতন ক্যাম্পাসে হয় এই উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধানের পরে শুরু হওয়া উৎসব এটি। ইতিহাস বলছে ১৯৪৪ সালে আচার্য ক্ষিতিমোহন সেনের তৈরি অনুষ্ঠানসূচি মেনে শুরু হয়েছিল শিল্পোৎসব। এখনও সেই সূচি মেনেই উৎসব পালন করছে বিশ্বভারতী। এদিন শ্রীনিকেতনের পাকুড়তলায় অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভ: কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল টেকনোলজির প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক চক্রধর দত্ত, সভাপতিত্ব করেন বিশ্বভারতীর উপাচার্য ড. প্রবীর কুমার ঘোষ। একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

গ্রামীণ শিল্পীদের সম্মাননা জানানো হয়। উপাচার্য তাঁর ভাষণে শিল্পোৎসব শুরুর ইতিহাস বর্ণনা করেন এবং দিনটির গুরুত্ব তুলে ধরেন। শিল্পোৎসব উপলক্ষে নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। সকালে বিনয়ভবনে সাঁতার প্রতিযোগিতা, বিকেলে শ্রীনিকেতন খেলার মাঠে ফুটবল খেলা হয়। সন্ধ্যায় ছিল ঋতুরঙ্গ।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Back to top button