জেলার খবর
Trending

বিশ্বভারতীতে হল হেরিটেজ ওয়াকের পরীক্ষামূলক ট্রায়াল।

শান্তিনিকেতন, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বিশ্বভারতীতে হল হেরিটেজ ওয়াকের পরীক্ষামূলক ট্রায়াল। আজ, বুধবার সাপ্তাহিক উপাসনা শেষে বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য আধিকারিক, কর্মীরা এই ট্রায়াল হেরিটেজ ওয়াকে অংশগ্রহণ করেন। আবহাওয়া ঠিক থাকলে আগামী রবিবার থেকেই সাধারণ মানুষের জন্য শুরু হয়ে যাবে ট্রায়াল হেরিটেজ ওয়াক। আপাতত প্রতি রবিবার সুযোগ থাকবে এই ওয়াকের। তবে পরবর্তীতে বাড়বে দিনসংখ্যা।
বিশ্বভারতীর তরফে গত একমাস ধরে প্রশিক্ষণপ্রাপ্ত গাইড প্রস্তুত করা হয়েছে যাঁরা সকলেই বিশ্বভারতীরই পড়ুয়া। বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি ভাষাতেই গাইড করতে সাবলীল তাঁরা। এতদিনে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী স্থানগুলি সম্পর্কে একেবারে সঠিক তথ্য জানতে পারবেন বলে আশায় বুক বাঁধছেন স্থানীয় মানুষ। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকেই আপাতত মিলবে টিকিট। চার ধরণের টিকিট থাকছে, ভারতীয় পর্যটকদের জন্য টিকিট মূল্য জনপ্রতি ৩০০ টাকা, তবে কোনও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হলে এবং প্রতিষ্ঠানের আইকার্ড সঙ্গে রাখলে তাঁদের ক্ষেত্রে টিকিট মূল্য হবে জনপ্রতি ১৫০ টাকা। অন্যদিকে, শিক্ষামূলক ভ্রমণে প্রায়ই বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা আসেন শান্তিনিকেতনে। এমন সদলবলে এলে জনপ্রতি ৫০ টাকা টিকিট মূল্য আর বিদেশি নাগরিকদের ক্ষেত্রে টিকিট মূল্য ১০০০ টাকা। আজ একটি লিফলেট প্রকাশিত হয় রবীন্দ্রভবনের সামনে থেকে। যে লিফলেটে আশ্রম পরিক্রমায় কী কী ঐতিহ্যবাহী স্থান পর্যটকরা দেখতে পাবেন তার উল্লেখ রয়েছে। রয়েছে স্থানগুলির সংক্ষেপিত ঐতিহাসিক তাৎপর্য। এটিও তিনটি ভাষায় ছাপা হয়েছে।


এদিন ছাতিমতলা থেকে শুরু হয় হেরিটেজ ওয়াক। এরপর শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, দেহলি, তালধ্বজ, সন্তোষালয়, ঘণ্টাতলা সহ ক্যাম্পাসের পুরো অংশ ঘুরে পাঠভবন চত্বরে সংগীত ভবনের একটি লাইভ পারফর্মেন্সের মধ্যে দিয়ে শেষ হয় হেরিটেজ ওয়াক। পুরো পর্ব মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।পরীক্ষামূলকভাবে ট্রায়াল হেরিটেজ ওয়াক শুরু হতেই উচ্ছ্বসিত শান্তিনিকেতনের স্থানীয় মানুষ সহ পর্যটকেরা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

Related Articles

Back to top button