বীরভূমে অবৈধ পাথর খাদান কাণ্ডে গ্রেফতার মালিক
বীরভূমে অবৈধ পাথর খাদান কাণ্ডে গ্রেফতার মালিক

নলহাটি, মুনতাজ রহমান : অবৈধ পাথর খাদানে ৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার খাদান মালিক। নলহাটি থানার বাহাদুরপুরে অবৈধ পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছিল ছয়জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছিলেন আরও চারজন। ঘটনার পর থেকেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
তদন্তে নেমে নলহাটি থানার পুলিশ খাদানের মালিক সঞ্জীব ঘোষকে গ্রেফতার করে। ধৃতকে রবিবার আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই এলাকায় অবৈধভাবে পাথর খাদানের ব্যবসা চালানো হচ্ছিল। সেই খাদানেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মালিক পলাতক ছিল বলে অভিযোগ। শেষমেশ তাকে পুলিশের জালে ধরা পড়তে হলো।

পুলিশ জানিয়েছে, খাদান পরিচালনার বৈধ কাগজপত্র এবং শ্রমিক সুরক্ষা ব্যবস্থা নিয়েই চলছে তদন্ত। মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি নিয়ে সরব স্থানীয়রা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।