জেলার খবর
Trending
বীরভূমে পাঁচটি দমকল কেন্দ্র গড়ে তুলবে রাজ্য
বীরভূমে পাঁচটি দমকল কেন্দ্র গড়ে তুলবে রাজ্য

তারাপীঠ, আমার খবর : তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আজ ঘোষণা করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, বীরভূমের নলহাটি, মুরারই, লাভপুর ও তারাপীঠ সহ মোট পাঁচটি স্থানে দমকল কেন্দ্র তৈরি হবে। প্রথম পর্যায়ে নলহাটি, লাভপুর ও তারাপীঠে দমকল কেন্দ্র গড়ার জন্য এস্টিমেট রাজ্যে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।

তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তারাপীঠে বহুতল হোটেল ও ভবন থাকায় অত্যাধুনিক প্রযুক্তির ল্যাডার প্রয়োজন। দমকল মন্ত্রী সুজিত বসু সেই ল্যাডার সরবরাহের আশ্বাস দিয়েছেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।